এম.এস রিয়াদ:
আগামিকাল বুধবার বরগুনায় আসছেন খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল এম মুসা (এনপিপি,আরসিডিএস,এএফডব্লিউসি,পিএসসি)।
তিনি করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে দুপুর একটার দিকে মতবিনিময় করবেন। এরপরেই জেলার সিভিল সার্জনের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে করোনা পরিস্থিতি সামাল দিতে ও মাঠে করোনা যোদ্ধাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মেডিকেল ইনস্টুমেন্ট (পিপিই, হ্যান্ড গ্লোবস্, হ্যান্ড স্যানিটাইজার) হস্তান্তর করবেন।
সর্বদক্ষিণে অবস্থিত এ বরগুনা জেলায় করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ নৌবাহিনী শক্ত অবস্থানে রয়েছেন। কাজ করছেন মাঠে থেকে জেলার সর্বত্র। সাধারণ মানুষকে করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচার-প্রচারণার পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা ও সামাজিক দুরত্বতা নিশ্চিতে শক্ত অবস্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট।