আলিফ মাহমুদ কায়সার
কুমিল্লা প্রতিনিধিঃ
পরপর ০৩ বার করোনা পজিটিভ ১১ জনের নমুনা পরীক্ষা করার পর কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া জেলা পুলিশের ১০ সদস্য ও ০১ বিশেষ আনসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম ( বার), পিপিএম এবং জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
আজ ২ জুন মঙ্গলবার (সকালে পুলিশ সুপার কার্য্যালয়ে করোনা জয়ীদের করতালি আর ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের এর প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ১০ জন পুলিশ সদস্য ০১ বিশেষ আনসার সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন।
এ সময় তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি করোনায় ভয় না পেয়ে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন।