পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় নেশা খাওয়ায় বাধা দেওয়ায় ভাতিজা রাসেল হাওলাদার নিজ মেয়ে দিয়ে মামলা করে চাচাকে গ্রেফতার করালেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমখোলা গ্রামে। ভাতিজা রাসেল হাওলাদার হচ্ছেন আলমগীর হাওলাদারের ছেলে।
আসামী দেলোয়ার হাওলাদার (৭৩) হচ্ছেন সেরাজ আলী হাওলাদারের ছেলে। ঘটনা ও মামলাসূত্রে জানা যায় রাসেল হাওলাদারের মেয়ে মোসাঃ মিম আক্তার (৬) গত ২৩ মে বিকাল ৩টার দিকে যৌন নিপিড়ন করার দায়ে গলাচিপা থানায় রাসেল হাওলাদার বাদী হয়ে মামলা করে চাচার বিরুদ্ধে।
এই বিষয়ে আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হাওলাদার বলেন, উভয়ে তারা আত্মীয় এবং একই বাড়ির লোক। নেশা খাওয়ায় বাধা দেওয়ায় এ দূর্ঘটনা। এ বিষয় নিয়ে আমি বসার চেষ্টা করেছি। কিন্তু প্রতিপক্ষ আমার কথা না শুনে থানায় গিয়ে মামলা করে। আসামী দেলোয়ার হাওলাদার এর স্ত্রী রশনে আরা বিবি বলেন, আমার স্বামী রাসেলের চাচা হন।
আমার স্বামী রাসেলের নেশা খাওয়ায় বাধা দিলে রাসেল ক্ষিপ্ত হয়ে থানায় মামলা করে। তিনি আরও বলেন, রাসেলের বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মাদক মামলা আছে। এ বিষয়ে গলাচিপা থানার এসআই নজরুল রাড়ী আমাদের বাড়ি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।