শফিকুজ্জামান শুভ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
আজ মঙ্গলবার ২ জুন ২০২০ গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক: ছোয়াব আহমেদ (হৃতুল।)
সবকটি বাজার এর কমিটি’ র সদস্যদেরকে নিয়ে করোনা পরিস্থিতি থেকে আমরা কি ভাবে বাঁচতে পারি,এবং আমাদের গোকর্ণ ইউনিয়ন বাসিকে কি ভাবে বাঁচাতে পারি, এ বিষয়ে দিক নির্দেশনা প্রধান করেন।
বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে, সরকারের নির্দেশ গুলোকে মান্যকরে,
নিম্ন বর্নিত সিদ্ধান্তয় মেনে চলার জন্য নির্দেশ প্রধান করেন।
বাজারের দোকান মাছ, মাংশ সবজি সহ সবধরনের দোকান বিকেল ৪ টা হয়তে,
সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে।
( ঔষধএর দোকান ব্যতিত)।
প্রত্যেকে মাস্ক পড়তে হবে।
প্রত্যেক দোকানের সামনে হাত ধৌত করার অথবা হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাবস্থা রাখতে হবে।
সামাজিক দুরত্ব বজায় রেখে বেচাকেনা করতে হবে।
প্রত্যেক দোকানের সামনে সামাজিক দুরত্বের গোলাকার বৃত্ত দিতে হবে।
ক্রেতাদেরকে অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে নতুবা ঐ জাতীয় ক্রেতার কাছে দোকানের মালামাল বিক্রি করা যাবেনা।
উপরোল্লেখিত নির্দশনার ব্যতীত ঘটলে ঐ ব্যক্তির বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান, প্রভাষক: ছোয়াব আহমেদ হৃতুল,
বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, এবং বাজারের ব্যবসায়ীগন।