December 27, 2024, 8:28 am

নরসিংদীতে মাদ্রাসার ভেতরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2020,
  • 122 Time View

অনলাইন ডেস্ক

নরসিংদীর মাধবদীতে মাদ্রাসার ভেতরে ডেকে নিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে  মাধবদী ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইয়াছিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন মাধবদী থানার তদন্ত কর্মকর্তা তানভীর আহমেদ।

নির্যাতনের শিকার শিশুকে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুর বাবা জানায়, ‘সকালে আমার মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। আমাকে খাবার দিয়ে সে বাসার দিকে চলে যায়। বাসায় যাওয়ার সময় ভগীরথপুর দারুল উলুম আল হাসান ওয়াল হুসাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকায় পৌঁছলে এক যুবক আমার মেয়েকে মাদ্রাসার ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে আমার মেয়ে যন্ত্রনায় চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে আসে। এলাকাবাসী আমাকে খবর দিলে আমি ছুটে আসি।’

মাধবদী থানার তদন্ত কর্মকর্তা তানভীর আহমেদ নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাস্তার পাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় ইয়াছিন ওই শিশুটিকে মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছে। পরে দুপুরে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

অপরদিকে গ্রেপ্তারকৃত ইয়াছিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুর স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71