প্রধানমন্ত্রীর আহ্বানে ও তার নির্দেশ মোতাবেক এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। বাড়ির আঙ্গিনা, অফিস আদালতের পতিত জমিতে বেশী বেশী করে শাক সব্জি, ফল ফলাদি আবাদ করে পুষ্টিকর খাদ্য উদপাদনের লক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদ কার্যালয়ের পতিত জায়গায় শাক সব্জি আবাদের কার্যক্রম কোদাল হাতে নিয়ে মাটি কেটে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন মিয়া।
নিজস্ব প্রতিবেদক
অদ্য ২রা জুন রোজমঙ্গলবার সকালে ১১ ঘটিকায় এ উদ্বোধনী সময় তার সাথে কোদাল হাতে নিয়ে মাটি কাটেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মোঃ শফিকুর রহমান, উপ প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া, চেয়ারম্যানের ছেলে তাহের রহমান বিজয়, জেলা যুব রেডক্রিসেন্ট এর যুব প্রধান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ আল আমিনসহ জেলা পরিষদ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ পতিত জমিতে ঢেড়স, ডাটা ও পুঁইসহ বিভিন্ন সব্জি আবাদ করা হবে বলে জানান ইঞ্জিনিয়র শাহজাহান মিয়া।