December 23, 2024, 7:53 pm

মোটরসাইকেল চুরির মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2020,
  • 453 Time View

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে হত্যা, মাদক সেবন সহ একাধিক বিতর্কিত কাণ্ডে ব্যপক সমালোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানান, গত ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেপ্তার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71