March 25, 2025, 11:14 am

কাউকে বাড়ির বাহিরে মাস্ক ছাড়া পাওয়া গেলেই ১লাখ টাকা জরিমানা অথবা ৬মাসের কারাদন্ড।

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2020,
  • 459 Time View

 

শফিকুজ্জামান শুভ, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি,

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দীর্ঘ ৬৬ দিন স্থবির করে রাখা হয়েছিল দেশ। অবশেষে ৩ জুন ২০২০ রোজ বুধবার থেকে সবকিছু খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি পালন করার অন্যতম অনুসঙ্গ মাস্ক। কেউ যদি এটা না পরে বাইরে বের হয় তাহলে সেটা হবে আইনের লঙ্ঘন, বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মাস্ক পরিধান না করা ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হবে অথবা জেল দেওয়া হবে ৬ মাসের। কোনো কোনো ক্ষেত্রে উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধির অন্য যে কোনো একটি না মানলে দেওয়া হবে ৩ মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা। এক্ষেত্রেও উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে।

গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ড. নাসিমা সুলতানার স্বাক্ষরে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। সেখানে বলা হয়, সবকিছু খুলে দেওয়া হলেও অপ্রয়োজনে কাউকে রাস্তায় দেখতে পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু অফিস বা অন্যান্য জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা কিংবা কারাদণ্ডের বিস্তারিত বর্ণনা করা হয়েছে সেখানে।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ২৪(১), (২) ও ধারা ২৫(১)(ক,খ) এবং ধারা ২৫(২) অনুযায়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71