December 25, 2024, 5:04 pm

অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2020,
  • 95 Time View

অনলাইন ডেস্ক

বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএ ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩ জুন) সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনকে আরও কাঠোর হওয়ার নির্দেশ দেন।

সাধারণ ছুটি তুলে নেয়ার আগে ও পরে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বসহ সরকারের নেয়া নানাবিধ পদক্ষেপ, কেউ কেউ না মানায় দেশে করোনা ঝুঁকি বাড়ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ অবস্থায় সরকার জনস্বার্থে আরও কঠোর হতে বাধ্য হবে। কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথল্য করছে। যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। সচেতনতার প্রাচীর গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। না হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের আদেশ দিয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নিতে আমি বিআরটিএ, হাইওয়ে পুলিশসহ সকলকে নির্দেশ দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71