December 26, 2024, 6:15 am

কলাপাড়ায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণের দায়ে ট্রলারসহ ১৫ জেলে আটক।

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2020,
  • 198 Time View

পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মৎস্য আহরণের দায়ে এম.ভি তিমন নামের একটি মাছ ধরা ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃত ট্রলার মালিক ও সকল জেলের বাড়ি রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকায়।কুয়াকাটা  পুলিশের ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তারা ট্রলারসহ এসব জেলেকে আটক করে। এসময় ট্রলার থেকে ১২০ কেজি জাটকা ইলিশ ও বেশি কিছু জাল জব্দ করা হয়।

পরে রাত বারোটার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলারের মালিক কাওছার মৃধাকে দশ হাজার টাকা এবং মাছ আহরন করায় আরও পনের হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ১৫ জলের কাছ থেকে মুচলেখা রেখে তাদের ছেরে দেন। এবং ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71