December 23, 2024, 4:08 pm

নাসিরনগরে ৫১৮টি মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2020,
  • 169 Time View

 শুভ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৫১৮ টি মসজিদে ৫০০০(পাঁচ হাজার) টাকা করে মোট ২৫,৩০,০০০(পঁচিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আজ ৩ জুন বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে অফিসার্স ক্লাবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নাসিরনগর উপজেলায় ৫১৮ টি মসজিদে ৫০০০(পাঁচ হাজার) টাকা করে চেক প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।

চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাপতি আক্তার হোসেন ভূইয়া, ইসলামী ফাউন্ডিশনের উপ-পরিচালক কাজী মাহমুদুল ন্নবী, এফ এস মোঃ রায়হানুল হকসহ প্রতিটি মসজিদের ইমামগণ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস ( কোভিড-১৯)সংক্রমণ পরিস্থিতিতে দেশের মসজিদগুলোতে মুসল্লীগণ স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে মসজিদসমূহের সাহায্য কমে আয় হ্রাস পাওয়ায় সারা দেশে মোট ২,৪৪,০৪৩ টি মসজিদসমূহের প্রত্যেকটি অনুকুলে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ১২২,০২,১৫,০০০(একশত বাইশ কোটি দুই লক্ষ পনের হাজার) টাকা বরাদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71