অনলাইন ডেস্ক
ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ভারতের মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। বুধবার দুপুরের পর মুম্বাইয়ের আলিবাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের কারণে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে মুম্বাইয়ের আশপাশের এলাকায়। ইতোমধ্যে, উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল নামানো হয়েছে। একইসঙ্গে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
জরুরি অবস্থার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।