অনলাইন ডেস্ক
লিবিয়ায় মানবপাচার ও ২৬ বাংলাদেশিকে গুলি করে খুনের ঘটনায় ৩৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর পল্টন থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে মামলাটি (নং-০১) দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাত ১০টার দিকে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি হিসেবে ৩৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে।
গত ২৮ মে লিবিয়ায় গুলি করে ২৬ বাংলাদেশিকে খুন এবং আরও ১১ বাংলাদেশিকে আহত করা হয়।