December 26, 2024, 5:54 am

গলাচিপায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় ডিলারকে সাজা প্রদান

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2020,
  • 108 Time View

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

খাদ্য বান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের ওজনে কম দেওয়ার অপরাধে গলাচিপার বকুল বাড়িয়ার ডিলার মো. এনামুল খানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম সরেজমিনে এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. এনামুল খান (৩২)। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুবিধাভোগীদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অভিযোগের সত্যতা প্রমাণের জন্য গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে সুবিধাভোগীরদের চাল ওজন পরীক্ষা করন। প্রত্যেককেই ২৬ থেকে ২৬ কেজি ৫০০ গ্রাম দেওয়া হয়েছে। এ অপরাধে বাংলাদেশ দÐবিধি ১৮৬০ এর ২৬৫ ধারায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৫ ধারায় পরিমাপের মধ্যে চতুরতার আশ্রয় নেওয়ার অপরাধে ডিলার এনামুলকে ১৫ দিনের বিনাশ্রম করা দণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পেলে ডিলের লাইসেন্স বাতিল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এনামুলের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দিনের। এর আগে একাধিকবার তাকে সতর্ক করা হলেও ৩থেকে ৪ কেজি চাল কম দিয়ে আসছিল। আজ সরেজমিনে গেলে হাতেনাতে প্রমাণ হলে ভ্রাম্যমান আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71