সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের ওজনে কম দেওয়ার অপরাধে গলাচিপার বকুল বাড়িয়ার ডিলার মো. এনামুল খানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম সরেজমিনে এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. এনামুল খান (৩২)। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুবিধাভোগীদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অভিযোগের সত্যতা প্রমাণের জন্য গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে সুবিধাভোগীরদের চাল ওজন পরীক্ষা করন। প্রত্যেককেই ২৬ থেকে ২৬ কেজি ৫০০ গ্রাম দেওয়া হয়েছে। এ অপরাধে বাংলাদেশ দÐবিধি ১৮৬০ এর ২৬৫ ধারায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৫ ধারায় পরিমাপের মধ্যে চতুরতার আশ্রয় নেওয়ার অপরাধে ডিলার এনামুলকে ১৫ দিনের বিনাশ্রম করা দণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পেলে ডিলের লাইসেন্স বাতিল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এনামুলের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দিনের। এর আগে একাধিকবার তাকে সতর্ক করা হলেও ৩থেকে ৪ কেজি চাল কম দিয়ে আসছিল। আজ সরেজমিনে গেলে হাতেনাতে প্রমাণ হলে ভ্রাম্যমান আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।’