শফিকুজ্জামান শুভ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে ও মাদক পাচারকারী রা সক্রিয়। ব্রাহ্মনবাড়ীয়ার সীমান্তবর্তী আখাউড়া পৌরসভার দূর্গাপুর থেকে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক পাচারকারী কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি।
আটককৃতরা হলেন, মোঃ শুক্কুর আলী ( ৩৪) এবং মোঃ গোলাপ মিয়া (৩২), আজ বৃহস্পতিবার ৪ জুন ২০২০ সকাল ৮:৩০ মিনিটের সময় দূর্গাপুর পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩৮৩ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসি। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মোঃ শুক্কুর আলী আখাউড়া উপজেলার দুর্গাপুর পূর্বপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার পুত্র এবং মোঃ গোলাপ জেলা সদর উপজেলার মধ্যনগর উত্তরপাড়া এলাকার মোঃ রফিক মিয়ার পুত্র।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানায়, জেলা সদর এবং আখাউড়া থানায় আসামীদের বিরুদ্ধে দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।