December 25, 2024, 5:03 pm

ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তার মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2020,
  • 95 Time View

অনলাইন ডেস্ক

ঢাকাস্থ ইন্দোনেশিয়ার দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সিটি হারওয়ানস্ইয়া আজ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। তার মৃত্যুর কারণ কি তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সরকারের তরফে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সিটি হারওয়ানস্ইয়া বৃহস্পতিবার মারা গেছেন বলে নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়ার দূতাবাসের এ প্রশাসনিক কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. মোমেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সুমারনোকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়। রাষ্ট্রদূত রিনা তাঁর প্রয়াত সহকর্মীর খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71