গতকাল পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নেতৃত্বে দেলোয়ার মিরার বাড়ী থেকে একটি চোরাই মোবাইল উদ্ধার করে পটুয়াখালী জেলা পুলিশ। এ ঘটনায় তথ্যদাতা হিসেবে সন্দেহে আজ দুপুর আনুমানিক ২ঃ০০ ঘটিকার সময় প্রতিবেশী সুখি বেগমকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে গতকালকের মোবাইল উদ্ধার এর তথ্য পুলিশকে দিয়েছে মর্মে সুখি বেগমের পরিবারকে গালিগালাজ করলে বাধা দেয় সুখি, তখন একই বাড়ীর মৃত্যু মোতাহার মিরার ছেলে দেলোয়ার মিরা,এবং দেলোয়ার মিরার ছেলে মহিবুল,এনামুল ও ওবায়দুল অতর্কিতে সুখির উপর হামলা চালায়। লোহার রড় সহ বাশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং গলার স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে জায়। এ ঘটনায় প্রতিবেশী শাহনাজ এগিয়ে আসলে তাকেও মারধর করা হয় এবং তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে জায়। সুখি বেগম জানায় গতকাল পুলিশ একটি চোরাই মোবাইল উদ্ধার করে পাশের বাড়ী থেকে এবং একজনকে আটক করে পুলিশ, আটককৃত ব্যাক্তি আজকে ছারা পেয়ে বাড়ীতে এসে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটনায়। মারধর শেষে স্বর্নের জিনিস নেয়ার সময় বলে জায় যে, তোদের তথ্যের কারনে পুলিশ আমাকে আটক করেছে বেরিয়ে আসতে অনেক টাকা খরচ হয়েছে, তোদের এগুলো বিক্রি করে সেই টাকা আদায় করবো। আহত সুখি পটুয়াখালী সদর হাসপাতালে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেয়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিদের সাথে অভিযোগের বিষয় জানতে চাইলে কাউকে পাওয়া যায়নি।