করোনা ভাইরাসে মৃত্যু মাঝে কিছুদিন কমলেও, একদিনে প্রাণহানি আবারও পাঁচ হাজার ছুঁই ছুঁই। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার।
এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজারে। মোট আক্রান্ত ৬৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।
বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল-মেক্সিকো। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় ১৩শ’ মানুষের, যা মহামারীর পাঁচ মাসে দেশটিতে সর্বোচ্চ। নতুন প্রায় ২৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখের কাছাকাছি।
আরও সহস্রাধিক মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ।
এদিন মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল যুক্তরাজ্য-রাশিয়া-পেরুসহ বিভিন্ন দেশে।