সঞ্জিব দাস , গলাচিপা, প্রতিনিধি
গলাচিপায় শিশুখাদ্য হিসেবে ৫০ জন শিশুকে বিস্কুট বিতরণ করেছে শুভসংঘ। এর আগে বৃহস্পতিবার সকালে মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হকের দেওয়া উপহার বিস্কুট বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ গলাচিপা উপজেরা শাখার উপদেষ্টা আবু বাকার শিবলী, কালের কণ্ঠ প্রতিনিধি সাইমুন রহমান এলিট, সাংগঠনিক সম্পদক রাকিব খন্দকার, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আজাদ। পরে শুভসংঘের সদস্যরা পৌর শহরের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত শিশু ও বৃদ্ধদের মধ্যে এ বিস্কুট বিতরণ করেন। শুভসংঘ গলাচিপা উপজেরা শাখার উপদেষ্টা আবু বাকার শিবলী বলেন, মানবিক বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি উপকূলীয় গলাচিপার অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। গলাচিপার আরেক কৃতিসন্তান সমাজ সেবক মামুন আজাদের সার্বিক সহযোগিতার কারণে এ এলাকার অন্তত কিছু শিশু সহায়তা পেয়েছে।