অনলাইন ডেস্ক
রাজশাহীর পুঠিয়ায় শ্যালিকা ও দুলাভাইয়ের পরকীয়ায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি জানাজানি হলে বিব্রতকর অবস্থায় দু’জনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে উপজেলার জিউপাড়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রবিন বিয়ে হয় পার্শ্ববর্তী চারঘাট উপজেলার ওমরগাড়ী গ্রামের সাইফুল ইসলামের বড় মেয়ের সঙ্গে। বিয়ের পর থেকে রবিনের শ্যালিকা দুলাভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকতো। এর জেরে গত ৪ জুন বিকেলে শ্যালিকা নিজ ঘরে বিষপান করেন।
বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শ্যালিকার বিষপানের খবর পেয়ে শুক্রবার (৫ জুন) দুপুরে দুলাভাইও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকেও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর শ্যালিকা ছুটি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।