December 23, 2024, 8:49 am

সাহসী চরিত্রে কীর্তির না

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2020,
  • 429 Time View

ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কীর্তি সুরেশ। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহানতি’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

চলচ্চিত্র বাছাইয়ের ক্ষেত্রে গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে থাকেন কীর্তি সুরেশ। অভিনয় ক্যারিয়ারে তাকে গ্ল্যামারাস ও সাহসী চরিত্রে দেখা যায়নি বললেই চলে। ভবিষ্যতেও এ ধরনের চরিত্রে অভিনয় করতে চান না এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে কীর্তি সুরেশ বলেন, ‘দর্শক আমাকে একজন ভালো মাপের অভিনেত্রী হিসেবে দেখেন। তারাও আমাকে গ্ল্যামারাস ও সাহসী চরিত্রে দেখতে চান না। আমিও এমন চরিত্রে আগ্রহী নই। বরং গল্প নির্ভর চলচ্চিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখে যেতে চাই।’

২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ২৩টি সিনেমা মুক্তি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71