February 13, 2025, 10:03 pm

নাটোরের বড়াইগ্রামে ঈদগাহ মাঠের কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2020,
  • 202 Time View

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়নের নাজিরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল, নতুন কমিটি গঠণ এবং ঈদগাহ তহবিলের অর্থ আত্নসাতের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাজিরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কের উভয় পাশে এ মানববন্ধনে এলাকার তিন শতাধিক মুসল্লী অংশ নেন।

এ সময় জোনাইল ইউপি’র ৭ নং ওয়ার্ড সদস্য সেলিম হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম ব্যাপারী, যুবলীগ সভাপতি আলম হোসেন, মাওলানা আজগর আলী, সমাজসেবক আলী হোসেন, সিরাজুল ইসলাম ও বাদশা মিয়া বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, নাজিরপুর ঈদগাহ’র কমিটির মেয়াদ এক বছর আগেই শেষ, অনেক সদস্য মারাও গেছেন। কিন্তু সম্পাদক আফতাব উদ্দিন ও ক্যাশিয়ার আব্দুল মতিন জোর পূর্বক সব দায়িত্ব পালন করছেন। মুুসল্লীরা গাছ বিক্রিসহ এলাকাবাসীর অনুদানের প্রায় ২৫-৩০ লাখ টাকার হিসাব চাইলে না দিয়ে উল্টো হেনস্থা করেন তারা। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের উদ্যোগ নিলেও তারা সাড়া দেননি। তাই অবিলম্বে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনসহ অর্থ আত্নসাতের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

এ ব্যাপারে ঈদগাহ কমিটির সম্পাদক আফতাব উদ্দিন বলেন, আর্থিক অনিয়মের অভিযোগ সঠিক নয়। আর কমিটি চার বছর আগে গঠন হয়েছে। এ কমিটিই চলবে, কেউ মারা গেলে সেখানে অন্য কাউকে বসানো হবে। আপাতত কমিটি গঠনের কোন পরিকল্পনা নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71