February 15, 2025, 11:52 pm

রংপুরে যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2020,
  • 112 Time View

অনলাইন ডেস্ক

রংপুর সদর উপজেলার পাগলাপীর বকুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৫ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী হৃদয় তাহসিন পরিবহন বাসটি শনিবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বকুলতলায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার রনি মিয়া (২২) নিহত হয়। নিহত রনি মিয়া লালমনিরহাট সদরের সেবুটারী এলাকার মিজু আহমেদের ছেলে।

এদিকে দুর্ঘটনায় আহত ৫ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। মহাসড়কের ওপরে

পড়ে থাকা বাসটিকে ক্রেন দিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71