অনলাইন ডেস্ক
রংপুর সদর উপজেলার পাগলাপীর বকুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৫ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী হৃদয় তাহসিন পরিবহন বাসটি শনিবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বকুলতলায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার রনি মিয়া (২২) নিহত হয়। নিহত রনি মিয়া লালমনিরহাট সদরের সেবুটারী এলাকার মিজু আহমেদের ছেলে।
এদিকে দুর্ঘটনায় আহত ৫ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। মহাসড়কের ওপরে
পড়ে থাকা বাসটিকে ক্রেন দিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।