পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের গংগীপাড়া গ্রামের জন্ম এই আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম খলিফা (৮০)। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭০ এর বন্যায় রাঙ্গাবালী উপজেলায় এসে ত্রাণ দেওয়ার কমিটির সদস্য ছিলেন নুরুল ইসলাম খলিফা।
নুরুল ইসলাম খলিফা প্রতিবেদককে বলেন, জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। হয়রানী মামলা দিয়ে তার ত্যাগী নেতাদের দেশ ছাড়া পায়তারা করছে একটি কূচক্রী মহল। আমার সহ পরিবারকে জিম্মি করে নিয়েছেন তারা। বঙ্গবন্ধুর নৌকা করে সরকারী দল ক্ষমতায় থাকাকালীন আশি বছর বয়সে মানুষের বাড়িতে বাড়িতে থাকতে হচ্ছে আমাকে।
আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি পারেন আমাকে এই হয়রানী মামলা থেকে রক্ষা করতে। তিনি যদি সত্যিকারে ঘটনাস্থল পরিদর্শন করেন তাহলে আমি এই মামলা থেকে মুক্তি পাব বলে তিনি কান্নায় ভেঙ্গে পরেন। এবিষয়ে নুরুল ইসলাম খলিফার স্ত্রী হাছন ভানু বলেন, আমার স্বামীর অর্থ সম্পদ, জমি-জমা, জীবন যৌবন আ’মীলীগ করতে করতে শেষ করে দিলেন কিন্তু বৃদ্ধ বয়সে আমার স্বামী হয়রানী মামলা খেয়ে মানুষের বাড়িতে বাড়িতে পালিয়ে বেড়াচ্ছেন।
আমি বঙ্গবন্ধুর মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করছি। আপনি আমাদের পরিবারটিকে জামাত-বিএনপির হাত থেকে বাঁচান বলে তিনিও কান্নায় ভেঙ্গে পরেন।