December 23, 2024, 6:57 am

শার্শায় স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2020,
  • 400 Time View

 

মোঃসেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজার,রামপুর, সাতক্ষীরা মোড়, জামতলা ও বেনাপোল বাজারের বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং এবং করোনা ভাইরাস বিস্তার রোধে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬হাজার ৪শ’টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী জানান,শনিবার শার্শা উপজেলার বিভিন্ন বাজারে অভিযানকালে দেখা যায় যে, অনেক মোটর ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করছে ও মুখে মাক্স ব্যবহার না করে দোকানের কার্যক্রম পরিচালনা করছে।

উপর্যুক্ত অপরাধ ও বিকাল ৪টার পর চা, হোটেল-মুদি দোকান খোলা রাখার কারণে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় মোট ৬, ৪০০(ছয় হাজার চারশত)টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71