সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অব্যাহত। গতকাল শহরের বিভিন্ন জায়গায় মাস্ক ব্যবহার না করা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় ৫১ জনকে জটিমানা করা হয়েছিলো।
আজ রবিবারও নাটোর শহরের নিচাবাজার, স্টেশন বাজার এবং রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৬ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানকালে গরীব ও অসচ্ছল ৫০ ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়।