অনলাইন ডেস্ক
রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও প্রাক্তন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) আসাদুল হক ওরফে আসাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে আইনজীবী সমিতি। এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করাসহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছে সংগঠনটির নেতারা।
রোববার (৭ জুন) দুপুরে নগরীর কাচারি বাজার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, রংপুর আইন কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন, সমিতির সদস্য রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।