December 24, 2024, 12:43 pm

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2020,
  • 94 Time View

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপু‌রের রায়পু‌রে রোববার (৭ জুন) সকা‌লে করোনা উপসর্গ (জ্বর ,সর্দি কাশি, শ্বাসকষ্ট, ও গলাব্যথা) নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি রায়পুর উপজেলার বামনী ইউ‌নিয়‌নের শাইশা গ্রামের বাসিন্দা। তিনি পৌর শহরের ৩নং ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায় , কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর,সর্দি কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন। দুইদিন আগে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ ক‌রেন। রা‌তে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বেড়ে রোববার সকা‌লে তার মৃত্যু হয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জা‌কির হো‌সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় সর্বশেষ ২৪ জনসহ করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪২ জন।

চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন। জেলায় মারা গেছে ৫ জন। সদরে ২, রায়পুরে ১ ও রামগঞ্জে ২ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মৃত্যুর পরে নমুনা সংগ্রহে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71