February 12, 2025, 7:41 am

পটুয়াখালীতে যুবকের জবাই করা লাশ উদ্ধার।

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2020,
  • 384 Time View

নিজেস্ব প্রতিবেদক ।

গতকাল রাতে পটুয়াখালী সদর উপজেলার তে‌লিখা‌লি গ্রাম থেকে জাফর শিকদার (৪৭) নামের এক কাঠমিস্ত্রি যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। রাত আনুমানিক ১০ঃ৩০মি.এর সময় জাফরের নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলো‌মিটার দুরে রাস্তার পাশ থেকে জাফরের জবাইকৃত লাশ উদ্ধার করা হয়। মৃত জাফর ওই এলাকার কেরামত শিকদারের ছেলে।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার মোর্শেদ জানান, মৃতদেহের পায়ের রগ কাটা হয়েছে এবং দেহ থেকে মাথা বিচ্ছিন্ন রয়েছে । তিনি আরও জানান, নিজ বাড়ি থেকে প্রায় ১ কিলো‌মিটার দুরে তার বোনের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিল জাফর। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।

পুলিশের প্রাথমিক ধারনা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে জাফরের কোন পূর্ব শত্রুতার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71