অনলাইন ডেস্ক
প্রাণসংহারি ভাইরাস করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরেক পুলিশ সদস্যের নাম। এ নিয়ে করোনায় ১৯তম পুলিশ সদস্যের মৃত্যু হলো। মারা যাওয়া পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে।
তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
রোববার রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে পুলিশের আরেকজন সদস্য আলমগীর হোসেন প্রাণ হারালেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের উদ্যোগে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।