শফিকুজ্জামান শুভ, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে এলাকায় কিস্তি সংক্রান্ত ও করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ জুন সোমবার সকাল ১০ ঘটিকায় নাসিরনগর অফিসার ক্লাব প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায়রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে এনজিও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ আবুল খায়ের, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সহসভাপতি আক্তার হোসেন, সাংবাদিক মুরাদ মৃধাসহ নাসিরনগর উপজেলার সকল এনজিও প্রতিনিধিগণ।
মতবিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, নাসিরনগর উপজেলায় সকল এনজিও সরকারি বিধি মেনে চলতে হবে। কোন গ্রাহককে হয়রানি করতে পারবে না, তাদেরকে বুঝিয়ে কিস্তি আদার করতে হবে, কাউকে চাপ সৃষ্টি করা যাবে না। প্রত্যেক এনজিও করোনা দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।
সকল অফিসে জীবাণু মুক্ত রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে, অফিসে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।।