December 29, 2024, 5:31 am

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2020,
  • 106 Time View

অনলাইন ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে রবিবার রাতে পুলিশ এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। নিহত সানজিদা আক্তার মাহী (১৩) উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোটন মেম্বারের বাড়ীর কামাল হোসেন’র মেয়ে। সে সরকারি মাকসুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় আব্দুর রহীম জানান, মায়ের সাথে অভিমান করে বিকেলের দিকে বসত ঘরে সে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সাথে অভিমান করে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71