December 23, 2024, 6:16 am

বড়াইগ্রামের জোনাইলে অর্ধসহস্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2020,
  • 420 Time View

 

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে নিজস্ব তহবিল হতে আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভ্যান চালক,দিনমজুর এবং গরীব-দুঃখী মানুষদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। জোনাইল ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন মিলে ইউনিয়নের প্রায় ৫০০ জনের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ দিন সকালে জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ উক্ত বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন রানা মহিন,সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বক্তব্যকালে বক্তারা বলেন,জোনাইল ইউনিয়নের সবাই মিলে করোনা প্রতিরোধ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং বেশী বেশী করে সাবান দিয়ে হাত ধুতে হবে। তাহলে করোনা মোকাবেলা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71