লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৯ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দুপুরে মেয়েটি বাড়ির পাশে পাহাড়ে গরু চরাতে গেলে তাকে মুখ চেপে ধরে নিয়ে নিজের খামার বাড়িতে ধর্ষণ করে মো. আরিফ (২২) নামে এক যুবক। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম হায়দারনাশী এলাকার রমজান আলীর ছেলে।
ভিকটিমের বাবা জানায়, স্কুল বন্ধ থাকায় বাড়ির পাশে গরু চরাতে যায় তার মেয়ে। তাদের বাড়ির পাশে ধর্ষকের খামার বাড়ি। পাহাড়ে একা পেয়ে ধর্ষক মো. আরিফ তার মেয়েকে মুখ চেপে ধরে নিয়ে খামার বাড়িতে এই বর্বরোচিত ঘটনা ঘটায়। মেয়ের শারীরিক অবস্থা ভালো না। আমি মেয়েকে নিয়ে বিচারের দাবিতে লামা থানায় অভিযোগি করেছি।
ঘটনাটি খুবই অমানবিক উল্লেখ করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংবাদ পাওয়া মাত্র আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করে ও বিকাল ৫টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে।