December 26, 2024, 2:57 pm

পটুয়াখালীতে সরকারি রাস্তা কেটে বাড়ী নির্মানের অভিযোগ।

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2020,
  • 325 Time View

নিজেস্ব প্রতিবেদক ।

পটুয়াখালীতে সরকারি রাস্তা কেটে বাড়ী নির্মানের অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালী পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ডের বড় চৌরাস্তার পশ্চিম পাশে হাওলাদার বাড়ী সড়কে এ ঘটনা ঘটে। মৃত্যু ফরমান কারীর ছেলে ফোরকান হাওলাদার ঐ সড়কে সম্প্রতি একটি পাকা বাড়ী নির্মান করছে ,রাস্তা কেটে বাড়ী করার কারনে ঐ বাড়ীর দক্ষিণ পার্শের বাড়ীওয়ালা মোঃ নুরুল আলম গং প্রায় দু মাস পূর্বে পটুয়াখালী পৌরসভায় এ বিষয় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর প্রেক্ষিতে পৌরসভা কতৃপক্ষ পৌরসভার সার্ভেয়ার মোঃ ইউনুসকে ঘটনাস্থলে পাঠিয়ে প্রতিবেদন দিতে বলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ । সার্ভেয়ার ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা কাটার প্রমান সাপেক্ষে প্রতিবেদন দাখিল করলে পৌর কতৃপক্ষ কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং করোনা পরবর্তী সময়ে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা বলেন।

ঘোষণা অনুযায়ী কিছু দিন কাজ বন্ধ করে রাখা হলেও বর্তমানে রাতের আধারে পূণরায় কাজ করার অভিযোগ পাওয়া যায় । সরেজমিনে গিয়ে তার সত্যতাও মিলে , নিষেধ উপেক্ষা করে কেন কাজ করছেন এমন প্রশ্নের জবাবে ফোরকানের স্রী ফিরোজা বেগম বলেন আমরা জমি কিনে বাড়ী করছি আমাদের জমি আমরা নাছারলে কারও কিছু করার নাই, আমি হাটার রাস্তা আমার জায়গা থেকে দিবোনা জাপারেন করেন।

এ বিষয় কথাহলে সার্ভেয়ার ইউনুস বলেন ,আমি ঘটনাস্থলে গিয়েছি এবং সরকারী রাস্তা কেটে ঘর উঠানোর বিষয় সত্যতা পাওয়ায় প্রতিবেদন দাখিল করেছি । এদিকে অভিযোগকারী নুরুল আলম গং দাবী করছেন সরকারী নকসায় এ রাস্তাটির প্রস্থ্য যতটুকু থাকার কথা কিন্তু বাস্তবে যথাযথ নেই।

এমনকি আমরা পৌরসভার সরকারি পানির লাইন নিতেগেলে তাতেও তারা বাধা দিচ্ছে বিধায় আমরা পৌরসভার এ সেবা থেকে বঞ্চিত সহ নিরাপদ পানি থেকে বঞ্চিত রয়েছি । এ ছারাও ফোরকান সহ তার পরিবার রাস্তায় হাটাকে কেন্দ্র করে একাধিকবার ঝগরা বিবাদ সৃস্টি করার কারনে আমরা ঐ সড়কের একাধিক স্থায়ী বাসিন্দারা সরকারের বিশুদ্ধ পানির লাইন সহ বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছি। পৌর সভায় অভিযোগ করার পরে ফোরকান পরিবার চলাচলের রাস্তায় গাছ ও বালির বস্তা ফেলে বেশ কয়েকটি পরিবারের হাটার রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটায়।

এ বিষয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ সিকদারের সাথে কথা হোলে তিনি বলেন ফোরকান যথাযথ নিয়মেই বাড়ী তৈরি করছে । এ বিষয় অভিযুক্ত ফোরকানের সাথে কথা বলতে চাইলে তার স্ত্রী বলেন কমিশনার জাহিদ সিকদার সবকিছু জানে তার সাথে কথা বলতে বলেন ।

এলাকাবাসীর অভিযোগ আমরা ঐ পরিবারটির কারনে বেশকিছু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছি । বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71