January 4, 2025, 10:50 am

হবিগঞ্জে ১৪ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

Reporter Name
  • Update Time : Tuesday, June 9, 2020,
  • 88 Time View
rape woman

হবিগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ফরহাদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।

বর্তমানে ওই কিশোরীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সানাবই গ্রামের দরিদ্র বরকত উল্ল্যাহর কিশোরী কন্যা মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ির উঠানে বের হয়। এ সময় পাশ্ববর্তী উস্লাইল চারিনাও গ্রামের ফরহাদ মিয়া তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরী পরিবারের লোকজনদের বিষয়টি জানালে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। একইসঙ্গে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত দোস মোহাম্মদ নেতৃত্বে একদল পুলিশ সানাবই গ্রামে ফরহাদের আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বরকত উল্ল্যাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আর ভিকটিমকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71