December 24, 2024, 3:05 am

আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ বিশ্বে এখন ভয়ঙ্কর স্থানে

Reporter Name
  • Update Time : Wednesday, June 10, 2020,
  • 85 Time View

অনলাইন ডেস্ক

বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। আজ এই পর্যন্ত যত দেশ শনাক্তের হিসাব দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। রাত ১২টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে নতুন আক্রান্তে বাংলাদেশের এই অবস্থান পাওয়া যায়। এদিন সর্বোচ্চ ৩,১৭১ জন নতুন রোগী পাওয়া গেছে বাংলাদেশে।

নতুন আক্রান্তে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া। সেখানে নতুন রোগীর সংখ্যা ৮,৫৯৫। ৮,৫৬২ জন নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। তারপর আছে যথাক্রমে ভারত ৮,৫২২, পাকিস্তান ৪,৬৪৬ , চিলি ৩৯১৩, সৌদি আরব ৩,২৮৮। তারপরই সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। মোট শনাক্ত ৩,১৭১।  বাংলাদেশের পর ২,৯৯৯ নতুন রোগী নিয়ে অষ্টম স্থানে রয়েছে মেক্সিকো।

এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৯৭৫ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71