সজ্ঞিব দাস,গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গণমানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, তেঁজগাও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল্ নোমান এর উদ্যোগে গোলখালী ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের সাময়িক ক্ষুধা নিবারণের জন্য তাদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়।
এসময় স্টুডেন্ট ইউনিটি ফাউন্ডেশন গোলখালী ইউনিয়ন শাখা এবং গোলখালী ইউনিয়ন ছাত্রলীগ সার্বিক সহযোগিতা করে। বিস্কুট বিতরণ কর্মসূচি পরিচালনার সময় স্টুডেন্ট ইউনিটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল্ নোমন, গোলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল প্যাদা,
নূর আলম জিকু, গোলখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মাটি ও মোস্তাফিজুর রহমান, গোলখালী ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তারা তাদের নিজ হাতে বিস্কুট বিতরণ করেন।
আব্দুল্লাহ আল্ নোমান সাংবাদিক কে বলেন, মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজি হক এর অর্থায়নে আমরা গোলখালী ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের সাময়িক ক্ষুধা নিবারণের জন্য তাদের মাঝে বিস্কুট বিতরণ করি।এসময় আমরা কুলি,দিনমজুর, খেয়ার মাঝি,রিক্সা চালক,অটো চালক,দোকানদার ও মোটর সাইকেল চালকদের মাঝে বিস্কুট বিতরণ করি।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের দেশের অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কেউ কর্মস্থলে নিয়মিত যেতে পারছে না।ফলে অনেকেই অর্ধাহারে – অনাহারে দিন কাটাচ্ছে। দেশের এই সংকটময় অবস্থায় আমাদের সকলের উচিৎ খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানো,কর্মহীনদের পাশে দাঁড়ানো।