শফিকুজ্জামান শুভ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে টর্নেডোতে করোনা ভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার ( ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে।
আজ ১০ জুন বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় নাসিরনগর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলায় এই প্রথম এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নাসিরনগর ব্রাঞ্চের উদ্যোগে টর্নেডো, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার ( ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।
ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার মোঃ শামীম আহমেদ, নাসিরনগর ব্রাঞ্চ ম্যানেজার এস এম নিয়াজ মোর্শেদ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
ত্রাণ সামগ্রী মধ্যে ছিল, চাউল ১০ কেজি, তৈল -১ লিটার, ডাল ১ কেজি, আলু ২ কেজি,সাবান ১ টি, মাক্স ২ টি।