অনলাইন ডেস্ক
করোনা সংকট মোকাবিলায় খাগড়াছড়িতে সেনা রিজিয়নের আওতাধীন লংগদুর দুর্গম পাহাড়ি এলাকায় কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সেনা সদস্যরা।
বুধবার (১০ জুন) সকালে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর নেতৃত্বে লংগদু, মাইনীমুখ, করল্যাছড়ি ও ইয়ারাংছড়ি এলাকায় খাল, ঝিরি, পাহাড়ছড়া দুর্গম পথ পাড়ি দিয়ে হতদরিদ্র মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
চাল, ডাল, আটা, তেল, লবণ, পেঁয়াজ, আলু, সুজি, বিস্কুট ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি হত-দরিদ্র মানুষগুলো।
এদিকে একই দিন জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে পানছড়ি উপজেলায় দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।