আমেরিকায় করোনা ভাইরাস রোগী শনাক্তের সংখ্যা ২০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসার্চ সেন্টার জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪৬৪ জন। মারা গেছে ১ লাখ ১২ হাজার ৯২৪ জনের।
তবে, আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- আমেরিকায় ইতোমধ্যে ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন এক লাখ ১৫ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন প্রায় ৮ লাখ ৮ হাজার ৫৫১ জন। বাদবাকিদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৬ হাজারের কিছু বেশি মানুষ।
এদিকে, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ২ লাখে গিয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন স্বাস্থ্য সংস্থা ‘হার্ভার্ডস গ্লোবাল হেলথ ইন্সটিটিউটের প্রধান আশিস ঝাঁ। দেশটি অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে।