অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়া সংক্রমণ ধীরে ধীরে উন্নত হচ্ছে।
বৃহস্পতিবার (জুন ১১) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার সবশেষ তথ্যে এমনটা জানানো হয়েছে।
এতে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজের বরাত দিয়ে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের মারাত্মক নিউমোনিয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে আসছে। তাকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত এন্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তার স্ত্রী এবং ছেলেও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।