অনলাইন ডেস্ক
বিশ্বের নানা প্রান্তে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন লাশের মিছিলে যোগ দিচ্ছে হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে চার লাখ ১৮ হাজার ৮৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৫২ হাজার ৯১ জন।
ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৪৯ হাজার ৭৯৩ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় বিশ্বের অন্য সব দেশকে পিছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩০ জনের।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন। মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৭৯৭ জনের।
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। দেশটিতে ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৭ জনের।
এদিকে সৌদি আরবকে ছাড়িয়ে ১৫তম স্থানে উঠে এসেছে পাকিস্তান। ১ লাখ ১৩ হাজার ৭০২ জন আক্রান্ত হয়েছে দেশটিতে। মৃতের সংখ্যা ২ হাজার ২৫৫।
তালিকার ১৯তম স্থানে থাকা বাংলাদেশে মোট আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের।