সজ্ঞিব দাস,গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এ আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক সাধারণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফাসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি প্রশাসনের উদ্দোগে গলাচিপা উপজেলার করোনা ভাইরাস, বন্যা ও আইন শৃঙ্খলার সার্বিক বিষয়ে আলোচনা করেন।