January 6, 2025, 11:09 am

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2020,
  • 85 Time View

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে নাইম ইসলাম রাজু (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।

নাইম ইসলাম রাজু ঠাকুরগাঁও রোড বালিয়াডাঙ্গী মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে নাইম ইসলাম রাজুকে প্রধান আসামি করে ৯ জনসহ অজ্ঞাত আরও
২/৩ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ মামলার পুলিশ তিনজনকে আটক করেছে।

গ্রেপ্তাররা হলেন- নাইম ইসলাম রাজুর বাবা নজরুল ইসলাম, তার মা মোছা. নাসিমা বেগম ও তার
খালু কামাল হোসেন।

মামলার অন্তর্ভূক্ত আসামিরা হলেন- নাঈম ইসলাম রাজু (২২), নাজমুল ড্রাইভার (৩০), সবুজ (২৫),
সুমন (২৫), বাবু- ওরফে বড় বাবু (৩২), মাহমুদুল্লাহ্ ওরফে ছোট বাবু, মোছা. নাসিমা বেগম
(৪৫), আ. হান্নান কাজী, নজরুল ইসলাম (৫২)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৫ জুন শুক্রবার সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও সুগার মিলের
উত্তর-পশ্চিম দিকে ফার্মে থাকা ওই স্কুলছাত্রীর বড় বোনের বাসা থেকে নিজ বাড়িতে আসছিল। ওই
স্কুলছাত্রী সুগার মিল কালি মন্দীরের সামনে পাকা রাস্তায় আসলে তাকে ঘেরাও করে নাঈম ইসলাম
রাজু ও তার সহযোগিরা। স্কুরছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল যোগে স্থানীয় ওয়াপদা
কোলনির একটি বাড়িতে নিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়, রাত ১০ টার দিকে মামলার অন্যতম আসামি আ. হান্নান কাজীর পরামর্শে
অজ্ঞাত কয়েকজনের উপস্থিতিতে মামলার অন্তর্ভূক্ত আসামি হান্নান কাজীর দুই ছেলে বাবু ওরফে
বড় বাবু ও মাহমুদুল্লাহ্ ওরফে ছোট বাবু ওই স্কুলছাত্রীকে জীবন নাশের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার
বিরুদ্ধে একশত টাকা মূল্য মানের দুই পাতা অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে দুইটি এবং
নীল পাতা সম্বলিত রেজিস্টার বইয়ে একটি সাক্ষর জোরপূর্বকভাবে করিয়ে নেন।

এজাহারে আরও বলা হয়, সেখান থেকে ওই স্কুলছাত্রীকে মামলার প্রধান আসামি সহ তার সহযোগীরা
মোটরসাইকেলযোগে রুহিয়ার সেনিহারী গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে নাঈম ইসলাম রাজু।

সেখান থেকে ওই স্কুলছাত্রী মুঠোফোনে তার মাকে বিষয়টি জানালে তার মা স্থানীয় কয়েকজনকে
সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71