অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুুল মোমেন বিষয়টি নিজে তদারক করছেন। তবে গতকাল বুধবার পর্যন্ত এ ব্যাপারে সিঙ্গাপুর সরকারের অনুমতি মেলেনি।
মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় গতকাল সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তিনি মেশিনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। অবশ্য নিঃশ্বাসের গতি কিছুটা বেড়েছে।
বড় ছেলে জয় এই তথ্য জানিয়ে বলেন, ‘বাবার সুস্থতার জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি।’