অনলাইন ডেস্ক
রাজধানীর কাওরানবাজারের পান্থকুঞ্জ পার্ক থেকে দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে পার্কে ক্রিকেট খেলতে আসা শিশু-কিশোররা বল কুড়াতে গিয়ে ওই দুই নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মৃত দুই নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছে এবং তাদের হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এ বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
পার্কের নিরাপত্তা কর্মীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর পার্কটি মাদকসেবী, দেহ-ব্যবসায়ী ও ছিনতাইকারীদের আড্ডাস্থলে পরিণত হয়। পথচারীদের কাছ থেকে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়াসহ রাতভর চলে নানা ধরনের অপকর্ম। এ নিয়ে পুলিশ কয়েকজনকে আটক করলেও থামেনি।