জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এতে প্রথমবারের মতো কোনও কৃষ্ণাঙ্গ কর্মকর্তা বিমানবাহিনীর নেতৃত্ব এলেন।
এএফপি জানায়, সিনেটে জেনারেল চার্লস ব্রাউনকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়। সিনেট পক্ষে ৯৮ বিপক্ষে ০ ভোটে ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছে।
এই নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টু্ইটারে তিনি বলেন- ‘আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন।’
২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন ৫৭ বছর বয়সী ব্রাউন। তার দায়িত্ব ছিল মধ্য প্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড তদারকি করা। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় শাখার কমান্ডারের দায়িত্বে আছেন তিনি।
ব্রাউনের নিয়োগের ঐতিহাসিক অনুমোদনটি এমন এক সময়ে এলো যখন পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
এদিকে দ্বিতীয় আফ্রিকান আমেরিকা হিসেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের তালিকায় নাম লেখালেন জেনারেল ব্রাউন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির সেনাবাহিনীর প্রধানের হিসেবে দায়িত্বে ছিলেন কলিন পাওয়েল।