অনলাইন ডেস্ক
মাদারীপুরে ইমাম হোসেন শেখ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লিবিয়ায় মানব পাচার চক্রের সদস্য বলে র্যাব জানায়।
ইমাম হোসেন শেখ রাজৈর উপজেলার পাঠানকান্দি এলাকার মৃত সামাদ শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর র্যাব-৮ ক্যাস্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচার চক্রের সক্রিয় সদস্য ইমাম হোসেন শেখকে মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। আসামি ইমাম হোসেন শেখের ভাই আমির হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করছে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। লিবিয়া প্রবাসী আমির হোসেন তার ভাই আটক ইমাম
হোসেন শেখের মাধ্যমে বাংলাদেশে যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদারীপুর জেলার রাজৈর থানা ও ঢাকার ডিএমপি পল্টন থানায় মামলা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে।
আটক আসামিকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।