অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ফুসফুসের সংক্রমণ কমছে। দিনের বেশিরভাগ সময়ই অক্সিজেন ছাড়া থাকছেন। তবে গলা ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে।
শুক্রবার বিকেলে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফী।
তিনি আরো বলেন, আমরা সকলের দোয়া চাই যেন আল্লাহ তায়ালা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দ্রুত সুস্থতা দান করেন।
ডা. চৌধুরী বর্তমানে তার নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গণস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাজনিত মারাত্মক নিউমোনিয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে আসছে। তাকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত এন্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।